priyojanala exclusiveSaraswati Puja 2020wishes greetings

সরস্বতী পূজার মন্ত্র :: পুষ্পাঞ্জলি মন্ত্র ও প্রণাম মন্ত্র বাংলায় :: Saraswati Puja Mantra

সরস্বতী পূজার মন্ত্র ও প্রণাম মন্ত্র বাংলায় 

সনাতন ধর্মাবলম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্ত। ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে’ সনাতন ধর্মাবলম্বীরা এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করবেন।
যা দেবী সর্বভূতেষু বিদ্যা রূপেন সংস্থিতা

 

নমস্তস্যই নমস্তস্যই নমস্তস্যই নমঃ নমঃ

 

 
সরস্বতী পূজা ২০২০

Saraswati Puja Mantra

 হিন্দু পঞ্জিকার মতে ১৫ মাঘ ১৪২৬ , বাংলাদেশী বাংলা ক্যালেন্ডারে ১৬ মাঘ ১৪২৬ ও ইংরেজী ৩০ জানুয়ারি ২০২০ রোজ বৃহস্পতিবার শ্রী শ্রী সরস্বতী পূজা বাংলাদেশ ও ভারত সহ সাঁরা পৃথিবী জুড়ে পূজা উৎসব আঁকারে পালিত হবে। 

সরস্বতী পূজার মন্ত্র
পুষ্পাঞ্জলি মন্ত্রঃ
 
ওঁ জয় জয় দেবী
চরাচর সারে, কুচযুগ-
শোভিত মুক্তাহারে।
বীণারঞ্জিত পুস্তক হস্তে,
ভগবতী ভারতী দেবী
নমোহস্ততে নমঃ
ভদ্রকাল্যৈ নমো নিত্যং
সরস্বত্যৈ নমো নমঃ
বেদ- বেদাঙ্গ-বেদান্ত-
বিদ্যাস্থানেভ্য এব চ
এষ সচন্দন পুস্পবিল্ব-
পত্রাঞ্জলি সরস্বত্যৈ নমঃ
 
এই মন্ত্রে তিনবার অঞ্জলি দিবেন।

 

প্রণাম মন্ত্রঃ
 
নমো সরস্বতী
মহাভাগে বিদ্যে
কমল-লোচনে।
বিশ্বরূপে বিশালক্ষ্মি
বিদ্যাং দেহি
নমোহস্তেতে ।।
জয় জয় চরাচর- সারে,
কুচযুগশোভিত মুক্তাহারে।
বীণারঞ্জিত পুস্তক
হস্তে, ভগবতী ভারতী
দেবী নমোহস্ততে।।
সরস্বতী পূজা ২০২০
সরস্বতী পূজার মন্ত্র
সরস্বতী পূজা ২০২০
প্রণাম মন্ত্র
 
Back to top button