priyojanala exclusiveSaraswati Puja 2020

জগন্নাথ হলের সরস্বতী পূজা ও ঢাকেশ্বরী মন্দিরের সরস্বতী পূজা ২০২০ :: Saraswati Puja 2020 in Bangladesh :: ঢাকার সরস্বতী পূজার বিস্তারিত

Saraswati Puja 2020
Saraswati Puja 2020

সরস্বতী পূজা ২০২০ বাংলাদেশ / Saraswati Puja 2020 in Bangladesh / ঢাকায় সরস্বতী পূজার বিস্তারিত/ ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের সরস্বতী পূজার বিস্তারিত/ ঢাকেশ্বরী মন্দিরের সরস্বতী পূজার বিস্তারিত দেখুন — 

জগন্নাথ হলের সরস্বতী পূজা ও ঢাকেশ্বরী মন্দিরের সরস্বতী পূজা ২০২০ :: Saraswati Puja 2020 in Bangladesh :: ঢাকার সরস্বতী পূজার বিস্তারিত
 Saraswati Puja 2020 in Bangladesh
সরস্বতী পূজা ২০২০ দিনক্ষণ  

হিন্দু পঞ্জিকার মতে ১৫ মাঘ ১৪২৬ , বাংলাদেশী বাংলা ক্যালেন্ডারে ১৬ মাঘ ১৪২৬ ও ইংরেজী ৩০ জানুয়ারি ২০২০ রোজ বৃহস্পতিবার শ্রী শ্রী সরস্বতী পূজা
 বাংলাদেশ ও ভারত সহ সাঁরা পৃথিবী জুড়ে পূজা উৎসব আঁকারে পালিত হবে। 

সনাতন ধর্মাবলম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্ত। 

‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে’

সনাতন ধর্মাবলম্বীরা এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করবেন।
জগন্নাথ হলের সরস্বতী পূজা ও ঢাকেশ্বরী মন্দিরের সরস্বতী পূজা ২০২০ :: Saraswati Puja 2020 in Bangladesh :: ঢাকার সরস্বতী পূজার বিস্তারিত
Saraswati Puja Picture 2020
সরস্বতী পূজার গুরুত্বঃ

সরস্বতীপূজা হিন্দুদের একটি অন্যতম পূজা যা জানুয়ারি-ফেব্রুয়ারিতে পালিত হয়। এই পূজাতে বিদ্যা অথবা শিক্ষার দেবী শ্রী শ্রী সরস্বতীর পূজা অর্চনা করা হয়ে থাকে।
শ্রী শ্রী সরস্বতী কে বিদ্যা বা শিক্ষার দেবীর পাশাপাশি জ্ঞান, সংগীত ওঁ শিল্পকলার দেবীও বলা হয়ে থাকে। সাঁরা বাংলাদেশে বিপুল আয়োজনে বিভিন্ন মন্দিরে, স্কুল কলেজ, অফিস ও বাসাবাড়িতে সরস্বতী পূজা পালিত হয়। এই শ্রী শ্রী সরস্বতী পূজায় বাচ্চাদের হাতেখড়ি দেয়া হয় , হাতেখড়ি দেয়ার মাধ্যমেই হিন্দু ধর্মালম্বীদের শিশুরা তাদের পড়াশুনা জীবনের যাত্রা শুরু করে থাকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শ্রী শ্রী সরস্বতীর পূজাঃ   

ঢাকায় সব চেয়ে বড় সমারোহে পূজা হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্ট ৭০-৮০ টি মন্ডপ সাজিয়ে পূজার আয়োজন করে থাকে, যেখানে ঢাকার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ জড়ো হয়ে পুষ্পাঞ্জলি প্রদান করে। 
**এবারের জগন্নাথ হলের পূজায় বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ৭০ টা পূজা মন্ডপ থাকবে বলে জানা গেছে। 

Jagannath Hall , University Of Dhaka.
Jagannath Hall Chemistry Students Association, University Of Dhaka.


জগন্নাথ হলের সরস্বতী পূজা ও ঢাকেশ্বরী মন্দিরের সরস্বতী পূজা ২০২০ :: Saraswati Puja 2020 in Bangladesh :: ঢাকার সরস্বতী পূজার বিস্তারিত
Saraswati Puja Stage –  Nuclear Engineering Department, Dhaka University. 2019

প্রতিটি মন্ডপ প্রতিটি ডিপার্টমেন্টের বিষয় অনুযায়ী সাজানো হয়ে থাকে যা দেখতে


হাজার হাজার মানুষ ভির জমায়। জগন্নাথ হল সংলগ্ন পুকুরে প্রতি বছর বিশাল আকৃতির একটি সরস্বতীর প্রতিমা স্থাপন করা হয়ে থাকে যা সকলের দৃষ্টি কেড়ে নেয়। 
জগন্নাথ হলের সরস্বতী পূজা ও ঢাকেশ্বরী মন্দিরের সরস্বতী পূজা ২০২০ :: Saraswati Puja 2020 in Bangladesh :: ঢাকার সরস্বতী পূজার বিস্তারিত
জগন্নাথ হল সংলগ্ন পুকুরে প্রতি বছর বিশাল আকৃতির একটি সরস্বতীর প্রতিমা 
আপনি যদি পুষ্পাঞ্জলি প্রদান করতে চান তাহলে সকাল ৯টা থেকে ১২ টার মধ্যে যেকোন ডিপার্টমেন্টের পূজা মন্ডপের সামনে বসেই পুষ্পাঞ্জলি প্রদান করতে পারবেন। জগন্নাথ হলের প্রধান উপসানলয়েও অনেক মানুষের পুষ্পাঞ্জলি প্রদানের ব্যবস্থা করা হয়ে থাকে যা একাধিক বার নেয়ার সুযোগ দিয়ে থাকে। প্রতি ডিপার্টমেন্ট পুষ্পাঞ্জলি প্রদানের ব্যবস্থা করে থাকে একি সাথে প্রসাদের ব্যবস্থা করে থাকে। সন্ধ্যার পরে মনোরম আলোকসজ্জার আয়োজন করা হয় এবং মেলার মত চারদিকের পরিবেশ সৃষ্টি হয়ে থাকে।
জগন্নাথ হলের সরস্বতী পূজা ও ঢাকেশ্বরী মন্দিরের সরস্বতী পূজা ২০২০ :: Saraswati Puja 2020 in Bangladesh :: ঢাকার সরস্বতী পূজার বিস্তারিত
Saraswati Puja Stage -সমাজ কল্যাণ Department, Dhaka University.2019

কিভাবে যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের?


  • আজিমপুর থেকে ২০ টাকা রিক্সা ভাড়া।  
  • শাহবাগ থেকে ৩০-৪০ টাকা রিক্সা ভাড়া।  
  • নিউ মার্কেট/ নীলক্ষেত থেকে ৪০ টাকা রিক্সা ভাড়া।  
  • গুলিস্তান থেকে ৫০ টাকা রিক্সা ভাড়া।  
  • টিএসসি, শহিদ মিনার ও পলাশী থেকে পায়ে হাটা পথ।



বিদ্রঃ জগন্নাথ হল থেকে ঢাকেশ্বরী মন্দির রিক্সায় ৩০-৪০ টাকা হেটে ২০-৩০ মিনিট

ঢাকেশ্বরী মন্দিরে শ্রী শ্রী সরস্বতীর পূজাঃ

বাংলাদেশের সেন্টার মন্দির ঢাকেশ্বরী মন্দিরেও বড় আয়োজনে শ্রী শ্রী সরস্বতীর পূজার আয়োজন করা হয় যেখানে এক সাথে হাজার হাজার মানুষ কয়েক ধাপে পুষ্পাঞ্জলি দিয়ে থাকেন। ঢাকেশ্বরী মন্দিরের দুর্গা মন্ডপে বড় আঁকারে শ্রী শ্রী সরস্বতীর পূজা আয়োজন করা হয়ে থাকে।
জগন্নাথ হলের সরস্বতী পূজা ও ঢাকেশ্বরী মন্দিরের সরস্বতী পূজা ২০২০ :: Saraswati Puja 2020 in Bangladesh :: ঢাকার সরস্বতী পূজার বিস্তারিত
ঢাকেশ্বরী মন্দিরে শ্রী শ্রী সরস্বতীর পূজা 

পূজা শেষে প্রসাদের ব্যবস্থা করা হয়ে থাকে।
**মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ৩০ জানুয়ারি ২০২০ তারিখে পূজা উদযাপনের সূচীঃ

  • প্রতিমা স্থাপনঃ সকাল ৬ টায়
  • পূজা শুরুঃ সকাল ৭ টায়
  • পুস্পাঞ্জলী প্রদানঃ সকাল ৯ টায়
  • প্রসাদ বিতরণঃ দুপুর ১২ টায়
  • সন্ধ্যা আরতিঃ সন্ধ্যা ৭ টায়
ঢাকেশ্বরী মন্দিরের  সরস্বতী পূজা
ঢাকেশ্বরী মন্দিরের  সরস্বতী পূজা 2020
কিভাবে যাবেন ঢাকেশ্বরী মন্দিরে?

  • যেসকল বাসে উঠলে মন্দিরের সামনে নামতে পারবেনঃ মৌমিতা, ঠিকানা, ডি-লিংক, বিকাশ ইত্যাদি।
  • আজিমপুর বাস স্ট্যান্ড দিয়ে ২০ টাকা রিক্সা ভাড়া।
  • নিউমার্কেট/নীলক্ষেত থেকে ৪০ টাকা রিক্সা ভাড়া। নিউমার্কেট টু চকবাজার লেগুনায় যেতে পারবেন।
  • শাহবাগ থেকে ৫০-৬০ টাকা রিক্সা ভাড়া।
  • গুলিস্তান থেকে ৬০-৮০ টাকা রিক্সা ভাড়া – লালবাগ, হাজারিবাগ অথবা সেকশনের লেগুনায় যেতে পারবেন।  

বিদ্রঃ ঢাকেশ্বরী মন্দির থেকে জগন্নাথ হল রিক্সায় ৩০-৪০ টাকা হেটে ২০-৩০ মিনিট।

এই দুই স্থান ছাড়াও ধানমন্ডি কলাবাগান মাঠে, সিদ্ধেশ্বরী মন্দির, শাঁখারীবাজার, তাঁতিবাজার, ঢাকা কলেজ, ইডেন কলেজ ও বনানী মাঠে বড় আঁকারে পূজা আয়োজন করা হয়। 

এছাড়া ঢাকার বিভিন্ন মন্দির, স্কুল কলেজ, ইউনিভার্সিটি, ক্লাব, অফিস ও বাসা বাড়ীতে শ্রী শ্রী সরস্বতী পূজা পালিত হয়ে থাকে।
বাসা বাড়িতে পূজার জন্য প্রতিমা তৈরি হচ্ছেঃ 
জগন্নাথ হলের সরস্বতী পূজা ও ঢাকেশ্বরী মন্দিরের সরস্বতী পূজা ২০২০ :: Saraswati Puja 2020 in Bangladesh :: ঢাকার সরস্বতী পূজার বিস্তারিত
সরস্বতীর  প্রতিমা – ঢাকেশ্বরী মন্দিরে শ্রী শ্রী সরস্বতীর পূজার প্রতিমা তৈরি হচ্ছে 2020

Sri Sri Saraswati is also known as the goddess of Vidya or education, as well as goddess of knowledge, music and arts. Saraswati puja is celebrated in various temples, schools, colleges, offices and residences in Bangladesh. In this Sri Sri Saraswati puja, children are given hands-on hands, the children of Hindu Religions begin their educational life.

জগন্নাথ হলের সরস্বতী পূজা ও ঢাকেশ্বরী মন্দিরের সরস্বতী পূজা ২০২০ :: Saraswati Puja 2020 in Bangladesh :: ঢাকার সরস্বতী পূজার বিস্তারিত
সরস্বতীর  প্রতিমা – ঢাকেশ্বরী মন্দিরে শ্রী শ্রী সরস্বতীর পূজার প্রতিমা তৈরি হচ্ছে
সরস্বতীর  প্রতিমা - ঢাকেশ্বরী মন্দিরে শ্রী শ্রী সরস্বতীর পূজার প্রতিমা তৈরি হচ্ছে
সরস্বতীর  প্রতিমা – ঢাকেশ্বরী মন্দিরে শ্রী শ্রী সরস্বতীর পূজার প্রতিমা তৈরি হচ্ছে


জগন্নাথ হলের সরস্বতী পূজা ও ঢাকেশ্বরী মন্দিরের সরস্বতী পূজা ২০২০ :: Saraswati Puja 2020 in Bangladesh :: ঢাকার সরস্বতী পূজার বিস্তারিত
সরস্বতীর  প্রতিমা – ঢাকেশ্বরী মন্দিরে শ্রী শ্রী সরস্বতীর পূজার প্রতিমা তৈরি হচ্ছে







↓↓↓↓↓↓↓↓

Back to top button