BEAUTY TIPS

বেসনের ফেস প্যাক – বেসনের উপকারিতা- বেসনের ব্যবহার

 আপনি জানেন কি গরমে বেসন ত্বককে দাগ মুক্ত ও উজ্জ্বল করে! 

সৌন্দর্য সচেতনতা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। যারা ঘরে বসে কম খরচে রূপচর্চা করতে চায়। তাদের জন্য বেসন আশীর্বাদস্বরূপ । আজকের বিউটি টিপসে আলচোনা করবো বেসনের ফেস প্যাক ও তাঁর ব্যবহার নিয়ে। বেসন আমাদের রূপচর্চায় বিশাল ভূমিকা পালন করে। বেসন প্রাকৃতিক ফেসওয়াস হিসেবে কাজ করে। ত্বকে সতেজ ও  প্রাণবন্ত রাখে। ত্বকের মৃত কোষ দূর করে ত্বকে উজ্জ্বল করে তোলে।

besoner face pack
besoner face pack

বেসনের উপকারিতা :

Ø  বেসন  ত্বকের ময়লা দূর করে।

Ø  রোদেপোড়া কালো দাগ, ত্বকের ছোপছোপ কালো দাগ, ত্বকে গামাছি এ সব রকম সমস্যা সমাধানে বেসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Ø  বেসন ত্বকের অবান্চিত লোম দূর করতে সাহায্য করে।

Ø  মুখের তেলতেলে ভাব দূর করে।

Ø  ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। 

বেসনের ব‍্যবহার ও বেসনের ফেস প্যাক:

Ø  বেসন, গোলাপ জল, কাচাঁ দুধ ও লেবুর রস:

বেসন, গোলাপ জল, কাচাঁ দুধ ও লেবুর রস এক সাথে মিশিয়ে ত্বকে ব‍্যবহার করলে ত্বকের ময়লা পরিষ্কার হয় এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। কাচা দুধ ত্বকে ফর্সা করে আর লেবুর রস দাগ মুক্ত করে। ত্বকের সতেজ ভাব ধরে রাখতে সাহায্য করে।৪ চা চামচ বেসন, ১ চা চামচ গোলাপ জল,১চা চামচ কাচা দুধ ও  ১ চা চামচ লেবুর রস দিয়ে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটি তৈরি করে মুখে, গাড়ে ও গলার নিচে ৩০ মিনিট লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর যখন ত্বকে টানটান ভাব চলে আসবে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। ত্বক হয়ে উঠবে লাবন‍্যময় ও উজ্জ্বল।

ভালো ফলাফল পেতে মিশ্রণটি সপ্তাহে ৩-৪ বার ব‍্যবহার করুন।

 প্রিয়জানালায় আরো বিউটি টিপস সম্পর্কে জানুন 

           👉মধুর জাদুকরী গুনাগুণ! মধুর উপকারিতা

👉 বাথসল্ট কি? রূপচর্চায় Bath Salts এর উপকারিতা জেনে নিন   

👉বেসনের ফেস প্যাক – বেসনের উপকারিতা- বেসনের ব্যবহার 

           👉গরমে ত্বকের যত্নের জাদুকরী ৫ টি প্যাক  

            👉খুশকির কারন- খুশকির প্রতিকার ও ঔষধ

Ø  বেসন ও টকদই:

 ত্বককে ফর্সা ও দাগ মুক্ত রাখতে বেসনের কোন তুলনা হয় না। মাএ দুটি উপাদন দিয়ে রূপচর্চা করতে পারেন খুব সহযে।

একটি বাটিতে চার চা চামচ বেসন নিন এতে দুই চা চামচ টকদই দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে মুখে গলায় ও গাড়ে বা হাত ও পায়ে লাগাতে পারেন। ২০ -৩০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। ত্বকের কালচে ভাব দূর হবে ত্বক হবে উজ্জ্বল ও লাবন্যময়।

Ø  বেসন,কফি পাউডার এবং চালের গুঁড়ো

বেসন দিয়ে খুব সহজে তৈরি করে ফেলুন স্ক্রাবার। চালের গুড়া স্ক্রাবার  হিসেবে কাজ করে মুখের ময়লা দূর করে।  কফি পাউডার, চালের গুঁড়ো এবং বেসনের সাথে পরিমাণমতো কাঁচা দুধ নিয়ে সেই মিশ্রনটিকে ভালোমতো মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে স্ক্রাব করে তুলে নিন সপ্তাহে দুই থেকে তিনবার এই স্ক্রাবটি ব্যবহার করতে পারেন।

Ø  বেসন ও মধু:

আমরা বাহিরে যাওয়ার আগে বিভিন্ন রকম প্রসাধনী  ব‍্যবহার করে থাকি। বাসায় এসে এগুলো ভালো করে তুলতে হয়, না হলে ত্বকের অনেক রকম সমস্যা দেখা যায়।

এক্ষেত্রে বেসন ও মধু মেকআপ রিমোবার হিসেবে কাজ করে। দুই চামচ বেসন ও তিন চামচ মধু মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। পুরো মুখে ৩-৪ মিনিট ম‍্যাসাস করতে হবে।

তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মুখ ধুয়ার পর একটি  ফেসওয়াস দিয়ে মুখ ধুয়ে মসরাইজার ব‍্যবহার করে নিতে পারেন। এতে ত্বক থাকবে সতেজ ও প্রাণবন্ত।      

লিখেছেন- তানিয়া আক্তার ( প্রিয়জানালা)

   প্রিয়জানালা’র প্রিয় পাঠকঃ বাংলা ব্লগ, তথ্য ও প্রযুক্তি, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, খেলাধুলা, পড়াশুনা, বিউটি টিপস, স্বাস্থ্য টিপস, সিনেমা রিভিউ,  চাকরির গুরুত্বপূর্ণ খবরগুলোর আপডেট পেতে এবং মতামত প্রকাশের জন্য আমাদের অফিসিয়াল ফেইসবুক পেইজ প্রিয়জানালা এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।  

Back to top button